কবিতা

হে জীবন, একটু ধীরে চলো : জাহীদ হোসেন

হে জীবন, একটু ধীরে চলো আর কিছুদিন থাকি
চলে যাওয়ার হয়নি সময়,অনেক কাজই বাকী,
জঞ্জালগুলো সাফ করিবো, দখিন দুয়ার খোলা
ফুলপাখিদের সাথে আবার করবো আমি খেলা।

হে জীবন একটু ধীরে চলো, অনেক বেলা বাকী
তোমায় আমি দেইনিকো সুখ,শুধুই পেলে ফাঁকি
তবুও তুমি যাওনি ছেড়ে, কিসের এতো তাড়া
মায়া-মমতায় জড়িয়ে আছি, চলছি বাঁধনহারা।

হে জীবন একটু ধীরে চলো, পথের হয়নি শেষ
চলতি পথে হোঁচট খেয়ে বাড়ছে মনের ক্লেশ,
ফুরিয়ে গেলে ফাগুন হাওয়া, গাইবো নাতো গান
ডাকবো নাআর সুর মিলিয়ে, জাগো নতুন প্রাণ।

হে জীবন একটু ধীরে চলো, কথার হয়নি শেষ
আমার কাছের মানুষ যারা, মোহময় আবেশ,
ব্যস্ত নগর, ব্যস্ত সবাই, ছুটছে সম্মুখ পানে
আমার কথা হয়নিকো শেষ ভালবাসার সনে।

হে জীবন একটু ধীরে চলো, শেষ মিনতি রাখো
ভুলগুলো সব শুধরে নেবো, তুমি পাশে থাকো,
কোন্ গ্রহেতে যাবে নিয়ে, কোথায় তোমার ঘর
কবিতাগুলো পিছুডাকে, কোরোনা মোদের পর।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment