ছড়া

হামীম রায়হানের বিজয় দিবসের দুইটি ছড়া

জন্মদিন
হামীম রায়হান

নাম যে তাহার বাংলাদেশ
জন্ম ডিসেম্বর,
আসল ঘুরে ষোল তারিখ
সাজাও নীলাম্বর।
সাজাও বেদি তাঁদের তরে
দিল যারা প্রাণ,
নয় মাসের ঐ প্রসব ব্যথা
আল্লা খোদার দান।
যঞ্জ হল লক্ষ প্রাণের
জন্ম হলো শেষে,
শব দেহ রইল পড়ে
নদীর জলে ভেসে।
খোদাই করে রেখো সেই
বীর সেনাদের নাম,
রক্ত দিয়ে গড়া এ দেশ
লক্ষ কোটি দাম।

এক্কেবারে সত্যি
হামীম রায়হান

গল্প তো নয়, হয়ত তোমার
মনে হবে গল্প,
দীর্ঘ কথা, নয় মোটেও অল্প।
হঠাৎ দেশে দত্যি নামে,
রক্ত চুষে খায়,
লাশের ভরে দেশ করে হায়! হায়!
নদী, নালা, খাল, বিল
গেলো লাশে ভরে,
সেই কথাটা ভাবি কেমন করে!
ত্রিশ লক্ষ লোকের রক্ত
চুষে খেলো দত্যি,
এ সবি যে গল্প নয় এক্কেবারে সত্যি!