কবিতা

স্মৃতির দেয়াল | রুমানা পারভীন রনি

স্মৃতির দেয়াল
রুমানা পারভীন রনি

আমি ঝুলে আছি
তোমার স্মৃতির দেয়ালে
শ্যাওলা পড়া স্যাঁতস্যাঁতে আলোহীন
দেয়ালে বড় অবহেলায় ঝুলে আছি।
ফি বছর সব ঘরে রঙ করাও
কিন্তু এই স্মৃতির ঘরে রঙ করাও না।
এখানে আমার সাথে
তোমার কাটানো সময়ের কঙ্কাল ঝুলে আছে।
তুমি এই ঘরে উঁকি দিতে ভয় পাও।
মিথ্যে অজুহাতে আমাকে ছেড়ে গিয়েছিলে
তার অপরাধবোধ আজীবন তাড়া করবে তোমাকে।
তুমি স্বীকার করতে চাও না
তবুও তুমি জানো বিনাদোষ
আমাদের সম্পর্ককে ফাঁসি কাষ্ঠে তুলে দিয়েছিলে।
ঘুমের ঘোরে সেই দুঃস্বপ্ন তোমাকে
আজীবন তাড়া করে ফিরবে…