কবিতা

স্বর্গীয় অনুভূতি || ফারাবী সায়েম

স্বর্গীয় অনুভূতি
ফারাবী সায়েম

সাদামাটা জীবন আমার
রঙিন এ পৃথিবীর ব্যজন মুগ্ধ করেনি কভু আমায়।

তবু কিসের জন্য জানি কেঁদেছিলো ব্যাকুল মন আমার! দিক ভ্রান্ত হয়ে ছুটেছিলো অজানা কিছুর মায়ায়!

কিসের অপূর্ণতা ছিলো আমার?
প্রভাতের নিদ্রা ভেঙেছে সূর্যরশ্মির প্রভায়
তবু মুগ্ধ করেনি আমায়।
রাতের ভরা পূর্ণিমাচাঁদ জানালার ফাক গলে
জ্যোৎস্না ঢেলে দিয়েছে আমায়। তবু মুগ্ধ করেনি আমায়!

কতশত কবিতার উপকরণ হয়েছে চাঁদের আভায়।
কত ভালোবাসা পেয়েছি
পাঠকের মুগ্ধতায়!তবু মুগ্ধ করেনি আমায়।

অথচ তুমি এসে, কাজল কালো চোখে খুন করলে আমায়।
আমার পুরোটা হৃদয় এখন
খোঁজে শুধু তোমায়।
তোমার রেশমি ঘন চুলগুচ্ছ ভালোবাসতে শিখায় আমায়। তোমার সুমধুর কণ্ঠস্বর আমায় স্বর্গীয় অনুভুতি যোগায়।

বসন্ত কোকিল কি তবে
তোমার থেকেই ধার নিয়েছে প্রেমময় মধুর ধ্বনি?
না তোমায় ভালোবেসে বসন্তদূত এতটা মধুময় হয়েছে!