স্বপ্ন আঁকি…
– এস এম হুমায়ুন কবির
স্বপ্ন আঁকি আমরাও মাথা ঊচু করে দ্বাড়াব
সমাজ থেকে বিভেদগুলো আলোর ছোঁয়ায় তাড়াব
আলোর ছোঁয়ায় তাড়াব।
আমরাও পারি বদলে দিতে মোদের সোনার বাংলা
আসুক যতই সন্ত্রাস বাঁধা সীমাহীন ঝর ঝঞ্জা
সীমাহীন ঝর ঝঞ্জা।
স্বপ্ন দেখি আমরাও মাথা ঊচু করে দ্বাড়াব
সমাজ থেকে বিভেদগুলো হাতে হাত রেখে তাড়াব
হাতে হাত রেখে তাড়াব।
করুনা নয় ভালোবাসা চাই। চাই যতœ আদর
তাহলেই মোরা দিতে পারি তবে আষাঢ় শ্রাবণ ভাদর
আষাঢ় শ্রাবণ ভাদর।
স্বপ্ন দেখি আমরাও মাথা ঊচু করে দ্বাড়াব
বিশ্ব থেকে বিভেদগুলো আলোর ছোঁয়ায় তাড়াব
আলোর ছোঁয়ায় তাড়াব।।
আপনার মন্তব্য লিখুন