কবিতা

শোকের পাখি || শফিকুল ইসলাম শফিক

শো‌কের ব্যথা আর স‌হেনা দুঃখ কোথায় রা‌খি?
শো‌কে তা‌পে উ‌ড়ে গেল ভাঙল খাঁচা পা‌খি।
কোন আকা‌শে উ‌ড়ে বেড়াই?
খুঁজ‌তে তা‌রে নি‌জেও হারাই
সেই পা‌খিটা আর দে‌খি না কত্ত না‌মে ডা‌কি,
কেবল আ‌মি শো‌কের গা‌নে পথও চে‌য়ে থা‌কি।

বিধুর শো‌কে কাতর আমার পা‌খি ছন্নছাড়া
ভাঙল খাঁচা যে‌দিন থে‌কে হলাম সর্বহারা।
পা‌খির সনে ছন্দ-সুরও
খুব মিতালী গায় মধুরও
পাখি আমায় কত‌দি‌নে করল পাগলপারা
একলা আছি সাথী হ‌বে এখন কে বা কারা?

পা‌খির গলায় মালা দেব‌ো আস‌বে ফি‌রে য‌দি,
পাই বা ন‌া পাই ‌সেই পা‌খি‌রে খুঁ‌জব নিরব‌ধি।
ফুল কুড়া‌য়ে গাঁথি মালা
এখন শুধু দেবার পালা
মালার নাম‌টি শো‌ক রে‌খেছি চো‌খে অশ্রু নদী
পা‌খির জন্য র‌াখব খাঁচায় একটু না হয় গ‌দি।

পূর্ণ হৃদয় স্মৃ‌তিগাঁথা অজস্র ত‌ার শো‌কে
ধানম‌ণ্ডিরও ‌সেই বা‌ড়ি‌তে ঘাত‌কের দল ঢো‌কে।
রাত্রি সে‌দিন গভীর ছিল
খুন কর‌ে প্র‌তি‌শে‌াধ নিল
মু‌জিব ও তাঁর সপ‌রিবার শত্রু কিছু লো‌কে
ব‌াঁধ মা‌নে না চো‌খের পা‌নি বলছি খোকা তো‌কে।

কনইল,ভীমপুর,নওগাঁ