আবার যদি ফিরে আসি আমাদের ছোটো গাঁয়
খুঁজে পাবো পথের ধারে আমার বিদ্যালয়,
মায়ের কোল কিংবা নকশিকাঁথার মাঠ
ফেলে আসা শৈশব, সেই খেজুর রসের ঘ্রাণ।
সেই চেনা মুখ, চেনা শৈশব, শুধু আর একবার
বাল্য শিক্ষার শিক্ষা গুরু যোগেন্দ্র মাস্টার,
কৈশোরের সেই উন্মাদনা খেলার মাঠে পাবো
ভরা যৌবনে দীপ্ত মিছিলে তোমার সংগী হবো।
দুরন্ত বাতাস নেচে উঠবে ফুল ফসলের মাঠে
মাঠের কোণে পলাশ রাঙায় ফাগুনের এইদেশে,
বৈশাখী ঝড়ে আম কুড়াবো বন্ধু স্বজন মিলে
মরা কার্তিকে মাছ ধরিবো পাশের পয়লা বিলে।
আবার যদি তোমার সাথে মুখোমুখি দেখা হয়
আবার যদি সেই ফাল্গুনে হাতে হাত রাখা হয়,
যা হারিয়েছি এই জনমে পঁই পঁই হিসাব নেবো
আর ভুল নয়, পরের জনমে শুদ্ধ মানুষ হবো।
তারিখঃ ১৪/১০/২০২২
আপনার মন্তব্য লিখুন