ভাপা পিঠা চিতই পিঠা
নকশি পিঠা খাই
পাটি সাপটা চুটকি পিঠা
স্বাদে ভরা ভাই।
চাপড়ি পিঠা পাকন পিঠা
খেতে খুশি বেশ
হাঁড়ি পিঠা ঝিনুক পিঠা
পিঠার বাংলাদেশ।
কুলশি পিঠা কাটা পিঠা
মধুর আয়োজন
মালাই পিঠা মুঠি পিঠা
দেখেই ভরে মন।
কলা পিঠা নারকেল পিঠা
বানায় যত্নে মায়
পুলি পিঠা ছিটকা পিঠা
কে-না খেতে চায়?
মেরা পিঠা পোয়া পিঠা
ছড়ায় পিঠার ঘ্রাণ
রসফুল পিঠা গোকুল পিঠা
খেলে জুড়ায় প্রাণ।
আন্দশা জামদানি পিঠা
পিঠা গোলাপ ফুল
ক্ষীর কুলি ও মজার পিঠা
চিনতে না হোক ভুল।
লবঙ্গ লতিকা পিঠা
খেতে বেসামাল
খেজুর গুঁড়ের পিঠা খেয়ো
সন্ধ্যা ও সকাল।
আপনার মন্তব্য লিখুন