ছড়া

শরৎ এলো || রুহুল আমিন রাকিব

শরৎ এলো শরৎ এলো
শরৎ এলো ওই যে
আকাশ পানে চেয়ে দেখি
ফুটছে সাদা খই যে।

শরৎ এলো শরৎ এলো
শরৎ এলো ওই যে,
নদীর কুলে কাঁশ ফুল
উদাস চেয়ে রই যে।

শরৎ এলো শরৎ এলো
শরৎ এলো ওই যে,
সাদা মেঘে সাজে আকাশ
ছেলে বেলা কই যে?

শরৎ এলো শরৎ এলো
শরৎ এলো ওই যে,
বন্ধুরা আয় ফিরে আয়
এক সাথে হই যে।