সাহিত্য বার্তা

লালমনিরহাট-এ ২০ জন গুণী ব্যক্তিকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ‘ প্রদান

রিপোর্ট : আল-মাসুদ হক মিঠুল

গত ১৮ জুন ২০১৯ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় জেলা পরিষদ মিলনায়তন (পুরাতন), লালমনিরহাট -এ শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জেলার ২০ জন গুণী ব্যক্তিকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ‘ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট- ০৩ এর মাননীয় সাংসদ সদস্য জনাব গোলাম মোহাম্মদ কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির সম্মানিত সভাপতি ও জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আরিফ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জনাব এডভোকেট মোঃ মতিয়ার রহমান, জেলা পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক, জেলা সিভিল সার্জন জনাব মোঃ কাসেম আলী, লালমনিরহাট পৌরসভার মেয়র জনাব রিয়াজুল ইসলাম রিন্টু, বীরপ্রতীক ক্যাপ্টেন অবঃ আজিজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব এডভোকেট সফুরা বেগম রুমি, লালমনিরহাট সদর উপজলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ কামরুজ্জামান সুজন, এবং বিশিষ্ট কবি,সমাজ সেবক, গল্পকার ও সম্পাদক জনাব ফেরদৌসী রহমান বিউটি। এবারের জেলা শিল্পকলা একাডেমি সম্মাননায় ভূষিত হয়েছেন মৃনাল কান্তি আচার্য্য (নৃত্যকলা-২০১৫), কেশব চন্দ্র রায় (নাট্যকলা-২০১৫), এস এম নজরুল (কন্ঠ সংগীত -২০১৫), মোঃ শফিকুল ইসলাম লিপ্টন (যন্ত্র শিল্পী -২০১৫), নীলকমল মিশ্র (লোক সংস্কৃতি- ২০১৫), মোঃ আবুল জব্বার মোলা (নাট্যকলা-২০১৬), শৈবাল কান্তি রায় (যন্ত্র শিল্পী – ২০১৬), মোঃ শামীম আহমেদ (সৃজনশীল সংগঠক- ২০১৬), নানু চন্দ্র দাশ (যাত্রা শিল্পী -২০১৬), তাপস রঞ্জন মল্লিক (চারুকলা-২০১৬), শ্রী মাখন লাল দাস ( নাট্যকলা- ২০১৭), কিশোর কুমার সরকার (বাকা) (কন্ঠ সংগীত -২০১৭), দীলিপ কুমার রায় ( যন্ত্র শিল্পী -২০১৭), আব্দুর রব সুজন (আবৃত্তি-২০১৭), মোঃ আখতারুজ্জামান (সৃজনশীল সংগঠক- ২০১৭), আ.স.ম রওশন নবী মোহন (নাট্য কলা -২০১৮), বিশ্বজিত কুমার বনিক (কন্ঠ সংগীত -২০১৮), মোঃ আব্দুল আজিজ ( যন্ত্র শিল্পী -২০১৮), আজমেরী পারউইন লাবনী (আবৃত্তি-২০১৮), মোঃ আমিনুল ইসলাম মিঠু (সৃজনশীল সংগঠক- ২০১৮) শেষ পর্যায়ে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুষ্ঠান টির পরিসমাপ্তি ঘটে।