ছড়া

মুজিব বাঙাল চিত্তে || শিকদার বাসির

কে বলেছে মরছে মুজিব ?
মুজিব বাঙাল চিত্তে
বিশ্ব বুকে মহান তিনি
এই কথা কী মিথ্যে ?

মুজিব মানে সোনার দেশে
অমূল্য এক গর্ব
কালজয়ী ঐ ইতিহাসের
অনন্য সব পর্ব।

এমন নেতা পাবে ? যে হয়
জাতির দুখে ক্ষিপ্ত!
অমর হয়ে কর্ম তাহার
দেশ করেছে দীপ্ত।