মুখ চেয়ে রয়
মজনু মিয়া
এই যদি হয় আচার বিচার – কাকা
অপরাধ যায় টাকার জোরে- ঢাকা।
আইন কানুন কেনে তবে- বলো
যে দেশে নাই নীতি সেথায় – চলো।
পকেট থেকে নিলো টাকা – চোরে
বিচার চেয়ে মরি পিছে – ঘুরে।
চোখ উল্টিয়ে কয় সেবকে – কাকা
বিচার পেতে হলে লাগে – টাকা।
খুন করে গুম করে টাকা – চাবি
যার হাতে আছে পূরণ হয় – দাবী।
বিনা বিচারে হয় অপ- রাধী
বছরের পর বছর সে ক-য়েদী।
সেবক যারা বিচার করবে – দোষীর
মুখ চেয়ে রয় উঁচু লোকের- খুশির।
আমি অতি হত ভাগা- একজন
কথা গুলো ভাবেন দিয়া – ঐ মন।
আপনার মন্তব্য লিখুন