কবিতা

মুক্ত কর || রাফসান কবির রাসেল

হে স্বাধীনতা!
আমি আজ তোমার সম্মুখে উপস্থিত। তুমি যদি হও সর্বকালীন,
তবে কেন এই আমি তোমার শূন্যতায় বিকলাঙ্গ?
এই সম্ভ্রান্ত সমাজে আমি কী পেয়েছি, একবারও জানতে চেয়েছো?
এ সমাজের আমি এক পথশিশু বলে কেউ দেয়না আমার দাম,
যতই ঝরাই খেটেখুটে আমার মাথার ঘাম। না পেয়েছি দু মুঠো খেতে,
না পেয়েছি দুটি রাত শান্তিতে ঘুমোতে। কত হাহাকার আমাকে ঘিরে ধরে, যেন আমার প্রতিটা শ্বাস তারা লুটে নিতে চায়। বারবার আমায় বলে যায়, যেখানে নেই তোর বাঁচার আশা সেখানে কি করে লুটে নিবি অন্যের ভালবাসা? আমার নেই বাঁচার স্বাধীনতা নেই শিক্ষার স্বাধীনতা
নেই স্ব-নামের স্বাধীনতা নেই খাদ্যের স্বাধীনতা
কথা বলার স্বাধীনতা।
তাহলে কি আছে আমার,
বলতে পারো?
ক্ষুধার জ্বালায় যখন আমি কোথাও হাত মেলে ধরি দু মুঠো খাবার আশায়,
তখন যেন আমাকে কুকুরের মতো দূরদূর করে তাড়িয়ে দেয়া হয়। তাহলে কি আমি ভেবে নিবো তুমি অস্তিত্বহীন!
আমি করজোড়ে অনুরোধ করছি ফিরিয়ে দাও আমার স্বাধীনতা। মুক্ত কর আমায় এই জীর্ণশীর্ণ অপদস্থ হতে। আমি আর পারছি না
মুক্ত কর,
মুক্ত কর আমায়