মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হলাম কন্যা হয়ে
তখন থেকেই বহন করার দায়ভার এল পিতা- মাতার উপর বয়ে।।
জন্মকাল থেকে ছায়ায় আবিষ্ট রাখতে তোমরা
অভাব থাকলেও সেই বোধ উপলব্ধি করার সময় দাওনি তোমরা।।।
তোমার কাঁধে রাখলে মাথা
সমস্ত সুখ যেন নকশী কাথায় গাঁথা।।
সংসারের হাল টেনে দিনের শেষে, ক্লেশের বেশে
উজ্জল দীপ্ত ভঙ্গিতে জীবন কাটে ক্ষতর অবশেষে।।
এই প্রসঙ্গ উঠলেই মনে পড়ে যায় সেই দায়ভার
দুঃখ অভিমান কষ্টের অবশেষ সুর
বিষন্নতায় ভরা, মন ভারাক্রান্ত
বিদায় হতে চাইনি , ভাবনায় পরিশ্রান্ত।।
তবু নিয়মের বেড়াজালে সবাই আবদ্ধ
ভালো থেকো –ভালো রেখো এটাই বিবধ্য।।
– দেবাঞ্জনা প্রামানিক
ঠিকানা- গণেশপুর, কাকদ্বীপ,
দক্ষিণ ২৪ পরগনা।
আপনার মন্তব্য লিখুন