শরীরের দূরত্ব আর মনের দূরত্ব এক নয়
কেননা, মন শরীরের মতো পরাধীন নয়।
মন স্বাধীনচেতা, বাঁধাহীন, সীমাহীন নিশ্চয়
শরীরের শক্তিটা বাহ্যিক যা কখনো দানবময়।
শুধু শরীরের মিলনে কী হয় দু’টি মনের মিলন?
মনের দুরত্বের হয় কি অবসান বা চির বন্ধন
কাছাকাছি শরীর মানেই কী কাছাকাছি মন?
নাকি শরীরের মিলন হলেও মনখুঁজে অন্যজন।
যারা যৌনকর্মী বা আমরা যাদের বলি পতিতা
জনাব পতিত যখন মুখঢেকে হয় আশ্রিতা,
অর্থ ও শারীরিক শক্তিতে বলীয়ান পতিতজন
তার এতো সব দিয়েও পায় কি পতিতার মন?
তখন হয়তো ঘড়ির কাটায় ঘুরে পতিতার মন
ঘন্টা মিনিট সেকেন্ড গণে পার করে যৌবন।
ভাবে কোনো অতীতজন, যে শূন্য করেছে জীবন
অর্থের কাছে বিক্রিত যৌবন, যা আজ মূলধন।
পাশে থাকা আর মনের মাঝে থাকা এক নয়
রঙিন মেঘতো আকাশের কাছে ভাসমানই হয়,
শরীর নয়, মনের দূরত্ব কমাতে পারে শুধু মন
মনের দূরত্ব কমাতে শুধু ভালবাসা প্রয়োজন।
আপনার মন্তব্য লিখুন