ছড়া

মধ্যরাত || হামীম রায়হান

মধ্যরাতে ঘুম ভেঙে যায়
বাইরে এসে দেখি
থালা ভরা ফুলের মতন
চাঁদ উঠেছে একি!

লেবুর বনে জোঁনাকগুলো
জ্বলছে মিটিমিটি,
হাস্নাহেনা লিখছে দেখি
জলপাই রঙে চিঠি।

আকাশ কোণে মেঘের ছানা
ঘুরছে চাঁদের আলোই,
শাপলা ফোটা দিঘীর জল
দেখতে ভীষণ ভালোই।

শেয়ালমামা উঠল ডেকে
ধানী জমির মাঝে,
ঝি ঝি পোকার কোরাস গান
মনের কোণে বাজে।

কলা পাতায় দখিন হাওয়া
দেয় যে এসে দোলা,
বেলি ফুলও সুবাস ছড়াই
জানলা পেয়ে খোলা।

পটিয়া, চট্টগ্রাম।