কবিতা

মধ্যবিত্ত || নাঈম ইসলাম

আমি বহুরূপী!
আমি হাসির আড়ালে অজস্র কান্না লুকিয়ে রাখি।
আমি বিজেতা!
আমি পৃথিবী নামক নাট্যমঞ্চের এক সফল অভিনেতা।
আমার মুখে থাকে মুচকি হাসি,আমি অগোচরে, আড়ালে গিয়ে ডুকরে ডুকরে কাঁদি!
কি?
চিনতে পারছো আমায়!
ধরতে পারছো কি,আমি কে?

আমি মধ্যবিত্ত!!
জীবন যুদ্ধে,যাকে লড়তে হচ্ছে প্রতিনিয়ত!বেঁচে থাকার তাগিদে
চাওয়া পাওয়ারা যেখানে ধর্ষিত!
হায় বাস্তবতা!
আবেগ যেখানে মূল্যহীন।
সবাই যেখানে অভিনেতা,,,আহ!!

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment