ভালোবাসা, কোনো ব্যক্তি জীবনে এক চিত্ত-চাঞ্চল্যকর অভিজ্ঞতা এবং এক অনন্য অনুভূতি।
ভালবাসা, অন্তরের গভীরে যে বিশেষ একজন স্থান দখল করে থাকে তার সঙ্গে নিজের সকল অনুভূতি ভাগ করে নেওয়া।
ভালোবাসা, মনের এক এমন গভীর প্রান্তর,যেখানে নিজেকে সম্পূর্ণভাবে মেলে ধরা যায়।নির্ভর করা যায়।হৃদয়ের সব অনুভূতিগুলোকে উন্মুক্ত করা যায়।
ভালোবাসা, মাত্রাহীন আবেগ।তাই অনেক দূরে চলে গেলেও তাকে কাছে টানার একটা ব্যাকুলতা থাকে।
ভালোবাসা, হয়তো একধরনের চিকিৎসাহীন কঠিন এবং দীর্ঘ অসুখ।এই অসুখ চিরন্তনের।
ভালোবাসা, নিঃসম্বল থেকে একাকী পথ চলতে পারে হাজার আলোকবর্ষ।
ভালোবাসা,আরও গহীন কিছু।স্বর্গের পরম পূজ্য এক উপাদান,পৃথিবীর মানুষকে দেওয়া বিধাতার এক শ্রেষ্ঠ বরদান।।
আপনার মন্তব্য লিখুন