কবিতা

ভালো আছি | সোমা হালদার

ধুসর শূন্যতার মাঝে জ্বলে থাকে এক টুকরো আলো,
তোমাকে ঘৃণা করে ফুটে আছি কারো হৃদয়ে রক্ত গোলাপের মতো।

আমার চোখের জল তার কাছে শিশির বিন্দু,
প্রতিটা ফোঁটা জল তার বুকে তোলে আলোড়ন।

স্বপ্নীল চাঁদের ভাঁজের মাঝে এই তো আছি বেশ,
আমার কবিতার শব্দরূপ স্বর্ণালী সূর্যোদয়ের সুখ।

সময়ের সাথে অচিন দেশে কখনো ভাসাই মন,
চোখের নীল নক্সায় কে জানে কখন হারিয়ে যাবে প্রান।