শ্রাবনের বারি ধারায় আজ মন দেয় ডুব,
চল আজ ভিজে আসি তুমি আমি খুব।
দুজনার পাগলামীতে চল বারি কণা গায়ে মাখি,
কিছু কথা বলা হোক কিছু থাক বাকি ।
হাতের ভাজে হাত মিলিয়ে চল একসাথে হাঁটি,
জলে ভিজে ডাকছে যে ঐ কাঁদা মাটি।
শুনশান পথ ধারে শুধু আমি আর তুই, সুভাষে মিশে যাই মুঠো ভরা যুঁই।
কাগজের রঙিন নৌকা আজ যাক না ভেসে,
তুমি আমি চলে যাবো মেঘেদের দেশে।
আজকের সব কাজ থাকুক না পড়ে, তোমাকে নিয়ে লিখা ডাইরী আজ থাক একা ঘরে।
মাতাল হয়ে আছি আজ বৃষ্টির নেশাই, তোর চোখে ইচ্ছেতে রঙধনু রাঙাই।
ইশারায় হোক না কথা বুকে রাখিস টেনে,
ভিজে ঠোঁট যাক না পুড়ে আরো কাছে এনে।
কি করে যে আবেগ গুলি বুকে চেপে রাখি,
চলনা একখানা ছাতা দিয়ে দুষ্টুমী ঢাকি।
আপনার মন্তব্য লিখুন