কবিতা

বিজয় আসুক বাঙালীর অন্তরে : জাহীদ হোসেন

বিজয়ের নিজস্ব ভাষা আছে
বিজয়ের নিজস্ব অনুভূতি আছে,
আছে দিন-ক্ষণ, আছে শুভক্ষণ
ডিসেম্বরে বাঙালীর সেই মহালগন।

ঘড়ির কাঁটা বাজে টিক্ টিক্
আলোর ঝলকানির গল্পটা সঠিক,
একাত্তরের সেই ষোলো ডিসেম্বর
মারণাস্ত্র রেখে হাত তুলে হানাদার।

তেইশ বছরের শোষন আর বঞ্চনা
নয় মাসের এক মৃত্যু উপত্যকা
ত্রিশ লাখ শহিদের তীব্র আর্তনাদ
দুই লাখ মা-বোনের আর্তচিৎকার।

আকাশের গায়ে জয়বাংলা ধ্বনি উঠে
বিশ্ববাসী অবাক তাকিয়ে থাকে,
বিজয়ের মাসে সাম্যতা পেতে চাই
মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যাই।

ফেলে আসা এক গর্বিত ইতিহাস
শহিদের রক্তে স্বাধীনতার মাঠে চাষ
বিজয় আসুক বাংলার ঘরে ঘরে
বিজয় আসুক বাঙালীর অন্তরে।

তারিখঃ ১৬/১২/২০২২