সাহিত‌্য

বাংলাদেশ কাব্যচন্দ্রিকা পুরস্কার – ২০১৮ পেলেন যারা –

স্টাফ রিপোর্টার:-
২০১৮ সালে বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী এর কেন্দ্রীয় কমিটি কতৃৃক ২২ গুণীজনের নাম ও পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এবছর বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমীর উদ্যোগে সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলার ও ভারত সহ সাহিত্যে বিশেষ অবদান রাখায় ৪টি ক্যাটাগরিতে মোট ২২ জন পুরস্কার পাচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার নদীয়া কিশোর ভাওয়াইয়া একাডেমীর কার্যালয়ে অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন ‘বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী মহাপরিচালক কবি পবিত্র মহন্ত জীবন।
বাংলাদেশ কাব্যচন্দ্রিকা পুরস্কার’১৮ পুরস্কারপ্রাপ্তরা হলেন –
কাব্যচন্দ্রিকা স্বর্ণপদকঃ
রাশেদ রেহমান, ফরিদা ইয়াসমিন সুমি,সমোর কুমার দাশ,এস.এম.সাজেদুর রহমান অশ্রু, মিজান হাওলাদার, কে এম সফর আলী।

কাব্যচন্দ্রিকা সাহিত্যপদক –
খোদেজা মাহবুব আরা, সোহানুর রহমান শাহিন, রওশন রুমি,মাসুদ রানা সাকিল, মূনা চৌধুরী, মোস্তাফিজুর রহমান।

কাব্যচন্দ্রিকা শিশুসাহিত্য পদক –
সাথী মন্ডল, ধীরেন্দ্র কুমার দেবনাথ, শফিকুল ইসলাম শফিক, তাপসচন্দ্র হালদার, তরণী কান্ত সুমন।

কাব্যচন্দ্রিকা একাডেমী পদক –
এস এম সিরাজুল মোস্তফা, নূরুন্ নাহার স্বপ্না,খন্দকার সামছুল কবিরাজ, নাজমুন নাহার ছন্দা, শহিদুল ইসলাম সাদীদ।

আগামী ১৫ মে বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে পুরস্কাপ্রাপ্ত গুণীজনদের হাতে আনুষ্ঠানিকভাবে পদক ও সম্মামনা তুলে দেয়া হবে।

বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী
কার্যনির্বাহী পরিষদ এ বছরে কাব্যচন্দ্রিকা সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের নাম অনুমোদন করেন। বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী নদীয়া কিশোর রায়ের সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন মোহাইমিন ইসলাম মারুফ বিশিষ্ট সমাজসেবক, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ,বেতগাড়ীশাখ­া,গংগাচড়া,
রংপুর। ড.বিপ্লব চন্দ্র সরকার,সম্পাদক ও সাংবাদিক কাওছার হামিদ, প্রানকিশোর চন্দ্র রায়, নরেশ চন্দ্র রায়, শিল্পী বাবুল কিশোর দাশ,অজয় রায়, মেজবাউল হক,
রায়হান আলম, শাহ্ আলাম এবং বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী
এর মহাপরিচালক পবিত্র মহন্ত জীবন এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।