সাহিত‌্য

বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল চন্দ্রাবতী শিশুসাহিত্য সম্মেলন – ২০১৭

স্টাফ রিপোর্টার:-

গত ৮-৯ ডিসেম্বর বাংলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ২দিন ব্যাপি চন্দ্রাবতী শিশুসাহিত্য সম্মেলন-২০১৭। শুক্রবার বিকেল ৪ টা থেকে শনিবার রাত ৯ টা পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সারা বাংলাদেশ থেকে প্রায় ৩০০ জন জনপ্রিয় নিবন্ধিত কবি ও ছড়াকাররা আমন্ত্রিত হন! আমন্ত্রিত কবি ও ছড়াকাররা বিভিন্ন পর্বে লেখাপাঠে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমি মহাপরিচালক শামসুজ্জামান খান, শিশুসাহিত্যিক আলী ইমাম, শিশুসাহিত্যিক ও বিজ্ঞানলেখক মুহম্মদ জাফর ইকবাল, কথাসাহিত্যিক আনিসুল হক, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, সংস্কৃতি-ব্যক্তিত্ব আবুল মোমেন, শিশুসাহিত্যিক আসলাম সানী, প্রকাশক মাজহারুল ইসলাম, শিশুসাহিত্যিক আখতার হুসেন, শিশুসাহিত্যিক রাশেদ রউফ, শিশুসাহিত্যিক রহীম শাহ, শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, শিশুসাহিত্যিক মিহির মুসাকী, শিশু একাডেমি পরিচালক আনজীর লিটন, কবি নাসির আহমেদ, শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ, শিশুসাহিত্যিক রোকেয়া খাতুন রুবী, সাতরং নির্বাহী সম্পাদক সুবলকুমার বণিক, শিশুসাহিত্যিক মারুফুল ইসলাম, বিজ্ঞানলেখক সুব্রত বড়ুয়া, শিশুসাহিত্যিক নাসের মাহমুদ, শিশুসাহিত্যিক ফারুক হোসেন, শিশুসাহিত্যিক জাহিদ রেজা নূর, শিশুসাহিত্যিক মাহফুজুর রহমানসহ আরও অনেকে। অনুষ্ঠানে র প্রথম পর্বে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, চন্দ্রাবতী শিশুসাহিত্য সম্মেলন-২০১৭ এর উদ্বোধন ঘোষনা করেন!উক্ত অনষ্ঠানে দেশের সেরা তিনজন গুণীজনকে সম্মামনা ও নগদ ৫০,০০০ হাজার টাকার একটি করে চেক তুলে দেয়া হয়!অনুষ্ঠানের প্রতিটি পর্বের মাঝে মাঝে আগত কবি ও ছড়াকাররা নিজেদের লেখা পাঠ করেন।ছড়া পাঠ করেন সিলেট থেকে আগত দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার সাহিত্য সম্পাদক,কবি ও ছড়াকার মামুন সুলতান,কবি ও ছড়াকার তোরাব আল হাবিব,কবি ও ছড়াকার কামরুল আলম,কবি ও ছড়াকার কুতুব উদ্দীন,কবি ও ছড়াকার মিনহাজ ফয়সাল, তরুণ কবি ও ছড়াকার আকরাম সাবিত,মুয়াজ বিন আনাম,
সদূর চিটাগাং থেকে এসেছিলেন কবি ও ছড়াকার বাসুদেব খাস্তগির, উৎপলকান্তি বড়ুয়া প্রমুখ,,এরাও বিভিন্ন পর্বে ছড়াপাঠ করেন।
এছাড়াও ছড়াপাঠ করেন অনলাইন ভিত্তিক সাহিত্য ওয়েবসাইট অন্তরকথন ডটকমের বিভাগীয় সাহিত্য সম্পাদক,কবি ও ছড়াকার আল-মাসুদ হক মিঠুল।অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেছেন কবি ও প্রকাশক কামরুজ্জামান কাজল,কবি ও প্রকাশক মঈন মুরসালিন ও তার টিম।
এই মিলন মেলায় প্রত্যেক কবির হাতে একটি করে সুদর্শন ব্যাগ ও দুইটি করে বই তুলে দেয়া হয়!৯ তারিখ রাত ৯ টায় সমাপনী পর্বের সম্মানিত সভাপতি,শিশু সাহিত্যিক জনাব মাহফুজুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ২দিন ব্যাপি চন্দ্রাবতী শিশুসাহিত্য সম্মেলন-২০১৭ এর পর্দা নামে