বঙ্গভূমি পদক” পেলেন কথাসাহিত্যিক ও কাব্যচাষী কবি পবিত্র মহন্ত জীবন
——————–——————–—————— কথাসাহিত্যিক ও কাব্যচাষী কবি পবিত্র মহন্ত জীবন “বঙ্গভূমি সাহিত্য পদক ভূষিত হয়েছেন। ৮ এপ্রিল রোববার রাজধানীর জাতীয় জাদুঘর সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ ও ভারত যৌথ আয়োজনে বঙ্গভূমি সাহিত্য পর্ষদের উদ্যোগে অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এ বঙ্গভূমি পদক লাভ করেন। একই সাথে অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে ২৮ জন বিশিষ্ট ও তরুণ কবি-শিল্পী সাহিত্যিককে সাহিত্য সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি জাতিসত্ত্বার কবি মুহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে আলোচক ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারন সম্পাদক নিশাত খান ও রংপুর বিভাগীয় ছড়া সংসদের সভাপতি শিশুসাহিত্যিক কবি সাঈদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ছড়াকার ও গল্পকার মতিয়ার রহমান,কবি ও সাংবাদিক আলী হাসান,ক্যাপ্টেন সম্পাদক ও সহকারী চলচ্চিত্রের পরিচালক রাশেদ রেহমান,কবি মৌলিক বার্তার সম্পাদক, কবি সাজু আহমেদ, কবি আনিসুর রহমান খান,প্রমুখ।
সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার টেলিভিশন নাট্যজন ও চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন বঙ্গভূমি সাহিত্য পর্ষদ এর সাধারন সম্পাদক মিজান হাওলাদার।
আপনার মন্তব্য লিখুন