অলস রাতের ক্লান্ত চাঁদ দেখেছিল
মেঘ বালিকার খেলা আরক্তিম নয়নে ;
মদিরার নেশায় ঢুলু ঢুলু চোখে
আধো ঘুমে আধো শয়নে ;
তারারাও দেখেছিল কিশোরীর
লীলায়িত বাস ;
ক্লান্ত শশীর ম্লান আলোকে তখনও
নিঝুম আকাশ।
আজও আমি জেগে রই
আকাশ পানে চেয়ে
সেই মেয়ে
আসিবে কি ভোরের আলোর সাথে
এই স্থানে,
ভৈরবী গানে ?
ক্লান্ত চাঁদ আর তারাদের সাথে
আমি জেগে থাকি
মেঘ বালিকার শরীরের ঘ্রাণ
বুকে মাখি।
উখরা। পশ্চিম বর্ধমান।
পশ্চিম বাঙলা।
আপনার মন্তব্য লিখুন