অনাথ নয় সে তবু বড় কিছু নয়,
দু’বেলা দুমুঠো খায় ক্ষুধার ত্বরায়।
এদিক সেদিক চোখ মিটি মিটি দেখা,
শুধুই মা বলা কথা আর নয় শেখা।
বাহির পানে বাড়ায় দু’টি হাত খানি,
কষ্টকে আড়ালে ঢাকে দু’চোখের পানি।
ডাকে আয় ইশারায় কোলে বুকে নাও,
সবার মত আমায় ভালোবাসা দাও।
বলতে পারে না আমি খেলিতে যে পারি,
ছুটতে পারে না বলে নেই তার বাড়ি।
আশ্রমে বড় নয় সে থাকে নিজ ঘর,
টাকার জন্যে যে বাবা দূরে থেকে পর।
প্রতিবন্ধী বলে ঘৃণা তাকে সর্বজনে,
তবুও সেই মানুষ মানুষের মনে ।
আপনার মন্তব্য লিখুন