কবিতা

পৃথক_পাহাড় | মুনিরুল ইসলাম চঞ্চল

ইচ্ছে ছিল একটা পাহাড় কেনার
বিনিময় মুল্য ছিল না বিধায় কেনা হয়নি।
স্বপ্নেরা সীমাহীন তাই
পাহাড় গড়ার ইচ্ছে নিয়ে পাথর জমানো শুরু করলাম
চৌকো ত্রিকোন কোনোটা বর্গাকৃতি,
চ্যাপ্টা মসৃন আবার কোনোটা গোল
নানাকৃতির নানারঙা পাথর…
কিন্তু ঈশ্বর আমাকে ক্ষমতা দেননি ভার বইবার
তাই বুঝি জমিয়ে পাথর,
পাহাড় গড়া হলো না আমার…

অতঃপর আমি কষ্ট জমানো কষ্ট শুরু করলাম
নানান রঙের বাহারী কষ্ট
বেদনার নীল লজ্জার বেগুণী…
ভালোবাসার গোলাপী, দ্রোহের লাল…
প্রেমিকার সবুজ কৃষকের হলুদ স্মৃতির ধূসর…
নানান রঙের কষ্ট জমিয়ে জমিয়ে
হয়েছি আজ পৃথক পাহাড়,
বুকেতে আমার তুমি নামের দহনের নদী
আর জমাকৃত একরাশ নানান আকার পাথরের ভার।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment