কবিতা

পরিযায়ী মন : জাহীদ হোসেন

তুমি ভালবেসে ছিলে বলেই কলম নিয়েছি হাতে
কবিতা লেখার স্পর্ধা পেলাম ভালবাসার সাথে,
ঘৃণা গুলো দূর হলো আজ আমার মনের থেকে
অহংকারের পতন হলো নতুন আলোর প্রাতে।

আমার জমানো ভুলগুলো সব শূন্য হয়ে ভাসে
অন্ধকার পার হয়ে আজ আলোর নাচন নাচে,
জীবন নদীর মোহনায় মোরা সত্যের মুখোমুখি
তোমায় নিয়ে বসতি গড়ার চিরন্তন স্বপ্ন দেখি।

দিগন্ত জুড়ে আলোর রেখা ফুটে উঠে হাসি মুখে
শিশুর চোখের মত তোমার ভয়হীন দু’টি চোখে,
হৃদয়ের ক্যানভাস জুড়ে লেখা শুধু তোমার নাম
ছেঁড়া মেঘের চুলের ছোঁয়ায় পাই কামনার ঘ্রাণ।

দোয়েল পাখির শিসের মতো মধুর তোমার হাসি
পাতার বাঁশির শিহরণে এসো তুমি কাছাকাছি,
মনেরআকাশে বাজিছে আজি তব আগমনী সুর
মহামিলনের অপেক্ষায় আছে এ পরিযায়ী মন।

তারিখঃ ১৫/০৯/২০২২

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment