হাজার মানুষ না খেয়ে রয়
নেই যে থাকার ঘর,
এ জগতে একা তারা
সবাই তাদের পর।
রোদ, বৃষ্টি কিংবা শীতে
ভীষণ অসহায়,
ক্ষুধার জ্বালা বড্ড বেশি
নেই কোন উপায়!
ঐ ভাগাড়ে খাবার খুঁজে
সকাল থেকে সন্ধ্যে,
মিঠে যদি পেটের জ্বালা
কিছু ভালো মন্দে।
কুকুর, বেড়াল এবং তারা
সব যে একাকার,
আমরা থাকি সুখে, এসব
নেইতো সময় ভাবার!
আপনার মন্তব্য লিখুন