কবিতা

নিঃশ্বাস গিলে খেয়েই ভালবাসতে হয় || শামসুদ্দিন হীরা

তন্দ্রাবিষ্ট মনে অস্পষ্ট পাখিরা উড়ে
মস্তিষ্কে বড় বড় বৃক্ষ গজায়
অন্তর্গত শেকড় শিরায় স্নায়ুতে।
ঘন পত্রসমষ্টি ভাবনায় হাওয়া দেয়
পাতাদের ছায়াতলে পাশাপাশি হাটি
স্পর্শাতীত অশরীরী পরীদের দাপাদাপি
নীল আলোয় প্রাচুর্যে গোলাপ
মম গন্ধের প্লাবন,
বিস্তীর্ণ বনে ফুটে ওঠে হাজারো তারা।
গোলাপ তার গন্ধের সাথে আজীবন
সাতপাকে বাঁধা।
কেবল আমরাই লজ্জায় অবনত।
পাশ ফিরে শুয়ে থাকা।
আমাদের যাপিত সময়,
অস্ত্রোপচার টেবিলে শুয়ে থাকা
রোগিণীর মতো।
আমাদের যাপিত সময়,
কুটিল ইচ্ছের একঘেয়ে যুক্তির মতো।
অথচ ভালবাসা নিতে হলে-
নিঃশ্বাস গিলে খেয়ে কাছাকাছি আসা।
তন্দ্রা,গভীরতম স্বপ্নের রূপ।
এখনো তুমি আমি পাশাপাশি আছি।
সোনালী গাছের ঝোপে
জোনাকী আলোয়
কাঁপা দু’টো ঠোঁট
কম্পিত চাহনি
তোমার সমুদ্রতটে
শ্রান্ত অবগাহন।
একসময় স্বপ্নকে ম্নান করে
সততা শুদ্ধতায়
জেগে উঠা।