কবিতা

নারী : জাহীদ হোসেন

তুমি নারী, তুমি বারী
জ্বালাও আগুন, ঢালো জল,
তুমি মাতা, তুমি ভগ্নি
তুমি জায়া, মনের বল।

সৃষ্টি আসে তোমার থেকে
বিনাশ থেকেও দূরে নও,
এক হাতে তোমার ফুলের ডালা
আর এক হাতে কাঁটা হও।

তুমি চাইলে ভালোবাসা পাই
ঘৃণায় ভরতেও দ্বিধা নাই,
মেঘের ছায়ায় খেলা করো
হাসিতে রহস্য খুঁজে পাই।

তুমি চাইলে বদলে যাবে
এই পৃথিবী, জগতময়!
তুমি জাগলে সকাল হবে
কাটবে ঘোর, অসময়।

একবার তুমি ঘুরে দাঁড়াও
তোমার হাতে রাখবো হাত,
অন্ধকারটা মুছে যাবে
ভরবে আলো, সুপ্রভাত।

ঘৃণা দিয়ে ঘৃণা দূর নয়
ভালোবাসায় করবো জয়,
তুমি নারী কালজয়ী
আগলে রাখো বিশ্ব ময়।

তারিখঃ ০৬/০১/২০২৩

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment