ছড়া

নতুন ডায়‌রি || শফিকুল ইসলাম শফিক

আজ‌কে খু‌শির ঢল নে‌মে‌ছে দুঃখটা‌কে ঘু‌চি
নতুন ক‌রে জীবন সাজাই বাড়ল‌ অ‌ভিরু‌চি
তৈ‌রি ক‌রি আপন ম‌নে নতুন কা‌জের সূ‌চি।

নতুন ডায়‌রি হা‌তে নি‌য়ে পুরান হি‌সেব চু‌কি
আবীর র‌ঙে চো‌খের পাতায় শখের আঁ‌কিবু‌কি
নতুন ছোঁয়ায় জীবন কাটুক স্বপ্ন মা‌রে উঁ‌কি।

নতুন ছন্দ নতুন গা‌নে ই‌চ্ছে ম‌নে পু‌ষি
অম‌নি এ মন ভ‌রে ‌গে‌ছে খু‌শির ওপর খু‌শি।

____________________­___
কনইল, ভীমপুর, নওগাঁ।
বি. এ. (অনার্স) , এম. এ.
রাজশাহী বিশ্ব‌বিদ্যালয়