ছড়া

নইলে কিন্তু হারবি || মহিউদ্দিন আল মহী

অসৎ চিন্তা ছাড়িস যদি
ভালো হতে পারবি
নইলে কিন্তু হারবি।
শক্তি সাহস থাকে যদি
অসুর খুনি মারবি
নইলে কিন্তু হারবি।
মনের যত হিংসা-বিদ্বেষ
ধুয়েমুছে ছাড়বি
নইলে কিন্তু হারবি।
গুজবে কান না দিয়ে তুই
সত্য মিথ্যা নাড়বি
নইলে কিন্তু হারবি।

লেখক: শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment