পথের ধারে এক যে ছিলো
মস্ত বড় পুকুর,
সে পুকুরে নাচত ব্যাঙ
পায়ে পড়ে নুপুর।
নাচের শেষে থাকত হয়ে
জলের মাঝে উপুড়।
পথের মাঝে খেলত দলে
দুষ্ট ছেলে খেলা,
দুষ্ট মাথায় থাকত তাদের
দুষ্ট খেলার মেলা।
এমন করে কাটত তাদের
সকাল সন্ধ্যা বেলা।
এক বিকালে দুষ্ট ছেলে
দেখল ব্যাঙের দল,
দুষ্ট হেসে বলল তারা,
‘চল সকলে চল।
সবাই মিলে পুকুর পাড়
করল রে দখল।
পথের উপড় ছিল পড়ে
ইট পাটকেল কত,
দু’হাত ভরে আসল নিয়ে
পারল তারা যত।
মারল ছুড়ে ব্যাঙের দলে,
হল ব্যাঙের ক্ষত।
এসব দেখে মজা পেয়ে
নাচে দুষ্ট ছেলে,
নাচের তালে মরতে থাকে
ব্যাঙের ছেলেপেলে।
বৃদ্ধ এক ব্যাঙ উঠল বলে
সব ভয়কে ফেলে।
তোমরা যেটা ভাবছ খেলা,
নিচ্ছ মজা যাতে,
আমরা সেটাই পাচ্ছি ব্যাথা
মরছি দেখ তাতে।
আপনার মন্তব্য লিখুন