তোমার মাঝে আমার সমস্ত সুখ লুকিয়ে ছিল,
তাই তোমাকে চেয়েছিলাম সুখ পাবো বলে।
কিন্তু তুমি যা দিয়েছ সুখের বদলে,
তার কোন তুলনা হয়না এই ভুবনে।
আসলেই তা অমুল্য এক কষ্ট আর যন্ত্রনা….
তোমার দেয়া কষ্ট আর যন্ত্রনা নিয়ে
এখনো বেঁচে আছি সুখ পাবো বলে।
তাই বলবো আজ আমার সুখ তোমারই মাঝে।
-পিয়াস আহমেদ
আপনার মন্তব্য লিখুন