কবিতা

তোমার জন্য || মামুনুর রশীদ

তোমার জন্য কাব্য লিখি তোমার জন্য শিখি,

তোমার জন্য কতো রাত্রী জেগেছে মোর আঁখি।

তোমার জন্য এ জীবনে ছিলাম আমি সসীম,
তোমার জন্য মায়ার প্রাচীর আজ ও আছে অসীম।
তোমার জন্য আঁধার রাতে গুনগুন গান গাই,
তোমার জন্য মিষ্টি সকাল সুন্দর দেখতে পাই।
তোমার জন্য হৃদয় মাঝে কতো স্বপ্ন জাগে,
তোমার জন্য দুঃখের ভীড়ে ভালোবাসা পড়ে ভাগে।
তোমার জন্য একাকী হাঁটতে পাই কভু আশা,
তোমার জন্য মনের ঘরে গড়েছি ক্ষুদ্র বাসা।

বিয়ানীবাজার, সিলেট।