ছড়া

তিক্ত অভিজ্ঞতা || কুতুব রাহমান

মানুষমারে কাফের বেদ্বীন আমজনতা কাঁদে
শাসকেরা বসে ভাবে,ফেল্লো বুঝি ফাঁদে?
জঙ্গি তকমা দিয়ে তাদের ঠেলতে যে চায় দূর
তাইতো গলে শাসক দলের ভিন্ন ভিন্ন সুর!

আমরা মুসলিম নাচেরপুতুল ক্ষমতারই লোভী,
ক্ষমতারই মোহে পড়ে অতলেতেই ডুবি!
ঘষেটি বেগম রয় লুকিয়ে, মুসলমানের মাঝে,
নিজের নাকটি কাটতে বসে সকাল কিবা সাঁঝে!

পেট্ট-ডলার পাবার আশায় ধর্ম বিক্রি করে,
ভণ্ড আবার দেখরে চেয়ে,সাধুর বেশটি ধরে!
ধর্ণা দিয়ে প্রমাণ করে নিজে শক্তি হীন।
তাইতো কাফির চায় দিতে চায়,মিটাই প্রভুর দ্বীন!

বিশ্বজুড়ে মুসলমানরা খাচ্ছে কেন মার?
বলতে পারো কামাই করা কর্ম ফলই তার!
নিরাপত্তা পাবার আশায় বসত গড়ে বিঁভূই
বলির শিকার আমজনতা কাঁদে বসতি ছুঁই!

কে দেবে রে নিরাপত্তা শান্তি সুখেই ঠাঁই?
তাছবিহ ছেড়ে বাঁচার জন্য লড়াই করা চাই।
আহমদ শহীদ ব্রেলভীর ঐ,কর্ম পথ আজ ধরে,
বনবাদাড়ে বসত গড়ে, যাও রে জেহাদ করে।

শাসক তোমার সন্ধি করে বাতিল ফেরকা সনে
স্বজাতির প্রেম নাই কভু তার,একটু ও যে মনে!
মুসলিম তুমি ভুল্লে যবে নারায়ে তাকবীর,
শার্দূল হলো ভেড়াশাবক, দুর্বল হলো বীর!

১২/০৯/১৭ ইং
ছাতক সুনামগঞ্জ