ষাড়ে ষাড়ে লড়াই হয়, ছাগলে ছাগলে লড়াই হয়
কিন্তু ষাড়ে ছাগলে কখনো লড়াই হয় না।
তর্কে জড়ানোর আগে ভাবো একবার, তুমি কাউকে
শত্রু ভাবছো মানেই তাকে তোমার সমান ভাবছো,
বড় বা ছোট মনে করলে শত্রু ভাবতে পারতে না।
রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজাকে কখনো
পররাজ্যের পেয়াদার সঙ্গে যুদ্ধে জড়াতে শুনিনি।
আপনার মন্তব্য লিখুন