আবার একটা মিছিল আসুক এই শহরে
আবার নূর হোসেন রাঙিত হোক শ্লোগানে,
আবার রক্ত ঝরুক এই শহরের রাজপথে
তবু আমি বলবো এসো ফিরি সাম্যের পথে।
আমি চাই বজ্রকন্ঠের মতো ধ্বনি গর্জে উঠুক
বিদ্যুতের মত ঝলকানীতে রক্তে শিহরণ জাগুক
কিছু মানুষ ঘর থেকে বেরিয়ে আসুক রাজপথে
যাদের বুকের পাটাতন ভরা মুক্তির জয়রথে।
একটা সাম্যের ভাবনা তৈরি হোক দেহ-মনে
একটা কলুষমুক্ত সমাজ আসুক স্বপ্ন ছিনিয়ে,
মিছিল ছড়িয়ে যাক পল্টন থেকে নীলক্ষেত
মিছিল ছড়িয়ে যাক শহর থেকে শস্যের ক্ষেত।
সুশাসন ফিরে আসুক আমাদের এই বাংলায়
অন্ধকার কাটিয়ে এই বীর মুক্তি সেনার দল
আবার আসুক ফিরে মানবতার সাক্ষী হয়ে,
আর সন্তান হারা মা থাকুক কিছুটা স্বস্তিতে।
আবার শান্তির বারতা ফিরে আসুক বাংলায়
শিহরণ জেগে উঠুক মানুষের দেহ-মন-প্রাণে,
আবার মানুষ ঘুরে দাঁড়াবে সেই মুক্তির সাজে
তবেই মানবতা জেগে উঠবে এই বাংলাতে।
তারিখঃ ১৪/১১/২০২২
আপনার মন্তব্য লিখুন