এই লিখা,এই কথা,এই কবিতা,এই কথামালা তোমাদের জন্য নয়–
এই আলিঙ্গন-
সেই উত্তাল উন্মক্ত মহা সমুদ্রের তরে–
যে ডুবাচ্ছে-ভাসাচ্ছে আমায় ক্রমাগত,শ্বেত ফেনিল ঢেউয়ের ফনা তোলে,
করছে অবিরাম ক্ষত-বিক্ষত!
এই আদর-
সেই প্রশস্ত বুকের অধিকারী,অসীম নীল আকাশের তরে–
যে- মেঘ,রৌদ্র,ছায়ার লুকোচুরিতায়–
খেলাচ্ছলে-
বৃষ্টি হয়ে ছুঁয়ে দিচ্ছে,
দেহ-প্রান আমার অবিরত-
যার নীলে করেছি অবগাহন,
নীলিমায় করেছি সাধন,
যে, নীল প্রেমের ছোবলে-
করেছে আমায় বিষাক্ত নীলে জর্জরিত…!!
এই প্রেম-
সেই স্বরলিপির তরে-
যার অব্যক্ত না বলা কথা,কানে তুলে সুমধুর ঝংকার।
যার ছোয়ার গন্ধ পাচ্ছি,
তার অপেক্ষার ব্যাকুলতা,অনুভূত হচ্ছে হৃদয়ে–!!
জানি-
সে আছে কোথাও!
কোন এক অজানা দ্বীপে,
চন্দ্র-তারকার মেলায়-!!!
ভাললাগার লগ্নে!!
এই অন্তরছেড়া,শব্দমালা-
শুধুই তোমার জন্য-
ওগো-
একান্তই তোমার জন্য!
যার আকাঙ্খা,আর আমার প্রার্থনা লুটোপুটি খায়-
কল্পনার রাজ্যে!
সারাবেলা যাকে বলে যাই,
ভালবাসি
!
বড্ড
ভালবাসি!!
আপনার মন্তব্য লিখুন