ছড়া

টোনাটুনির ছাও | আবুবকর সালেহ

টোনাটুনির ছাও

-আবুবকর সালেহ

টোনাটুনির ছাও
কিসের এত ভাও?
বলছে তখন টোনা
নদীর ধারে কাল পেয়েছি
থলে ভরা সোনা।

তোমরা যদি চাও
কাল সকালে যাও
বলছে ডেকে টুনি
কোথায় আছে বলতে পারি
ভাগটা যদি দাও।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment