জঙ্গিবাদ…
শফিকুল ইসলাম শফিক…
দেশের বুকে রাখব না আর জঙ্গিবাদ
সুযোগ পেলেই মাথাচাড়া পাতছে ফাঁদ।
রক্তখেলা মৃত্যুখেলা পাচ্ছে স্বাদ
কোন্ সে চোখের আড়াল থেকে কাটছে খাদ?
রুখতে হবে জঙ্গি ব্যাধি মারাত্মক
ছোট বড় সকল জঙ্গি প্রবঞ্চক।
ইচ্ছেমত সারাদেশে আঁকছে ছক
সবখানেতে খেলছে খেলা আচানক।
যথা তথা অশান্তিরও কোলাহল।
খুন খারাবি বোমা হামলা এই কী ফল!
বাড়ছে দেশে চতুর্দিকে জঙ্গি দল
আমরা যদি বসেই থাকি বাড়বে বল।
দেশের ক্ষতি করছে দিনও রাত্রি ভর
সজাগ থাকো কোথায় ওদের বসত ঘর।
ওরা কেউ নয় রে আপন সবাই পর
সর্বস্তরে জাগতে হবে বরাবর।
জঙ্গি শক্তি নিমূল করো কিসের ভয়?
সবাই মিলে লড়তে হবে সর্বময়।
প্রশাসনের পক্ষে একা সম্ভব নয়
দশের লাঠি সবাই যদি সোচ্চার হয়।
আপনার মন্তব্য লিখুন