ছড়ায় ছড়ায় পরিচয়
মহিউদ্দিন আল মহী
বাবা আমার শামসুদ্দোহা
মাতা লুৎফুন্নাহার,
মায়ের কাছে বাবার কাছে
আমি সোনার পাহাড়!
নেত্রকোণা জেলায় বাড়ি
কেন্দুয়াতে গাঁও,
গাঁয়ের নামটি রোয়াইল বাড়ি
নদীর বুকে নাও।
আমি হলাম বড় ছেলে
মাথায় আছে চাপ,
ছোট ভাইটা চাকরি করে
বেজায় খুশি বাপ!
মায়ের মতো বড় বোনের
সোনার ছেলে দুই,
ছোট্ট ভাগ্নে ঢুকায় কুড়াল
যায় না যে দিক সুঁই ।
মেজো বোনের কোলে হাসে
চাঁদের মতো কন্যা,
তার মুখেতে বইতে থাকে
মিষ্টি হাসির বন্যা।
ভার্সিটিতে পড়ি আমি
এম.এ. করি ক্লাস,
ছোট বোনটাও মাস্টার্সে
রাগলে ভাঙ্গে গ্লাস!
ছোট মা তো স্বপ্ন দেখেন
সবাই হব বড়,
সকাল বিকাল তাড়ায় আজো
পড়ো পড়ো পড়ো…।
বাবা যখন কিশোর ছিলেন
গিয়েছিলেন যুদ্ধে,
দেশের জন্য উঠেছিলেন
মরণভীতির ঊর্ধ্বে।
ও বাবা গো তোমার জন্য
গর্ব আমার বেশ,
একাত্তরে করছ লড়াই
হইছে স্বাধীন দেশ।
লেখক: ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
আপনার মন্তব্য লিখুন