#বর্ষার ছড়া
বর্ষাকালে টিনের চালে বৃষ্টি পড়ে টুপ-
একলা ঘরে ইচ্ছে করে বসে আছি চুপ।
পাশের ঘরে রান্না করে ইলশে কচুর লতা,
মায়ে বলেন-‘নিরব কেন একটু বলো কথা’।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর ঝড়ে ঝমা ঝম্
ইচ্ছে করে এমন দিনে খেতে আলুর দম।
ইচ্ছে করে ঝড়ের জলে একটু ভিজে আসি,
ভয় করিনা বাঁধুক যতো আসুক সর্দিকাশি।
___________________
#বর্ষা এলে….
দোয়েল ডাকে মধুর সুরে
শহর থেকে অনেক দূরে
আমার ছোট গাঁ,
বাঁশ বাগানে সেথায় থাকে
কানি-বগির ছা।
বর্ষা এলে আমার মনে
অলি আসে কদম বনে
মাতে কেয়ার গন্ধে-
বৃষ্টি পড়ে মিষ্টি সুরে
সকাল হতে সন্ধ্যে।
আসব যখন সবুজ গাঁয়ে
উঠব আমি পানসি নায়ে
বৈঠা নিয়ে একা-
কাঁশবনের ঐ ঝোপের তলে
ডাহুক পাখির দেখা।
সকাল দুপুর মেঘলা আকাশ
হঠাৎ করে দমকা বাতাস
টাপুর টুপুর বৃষ্টি-
একলা বসে একলা মনে
হাজার ভাবনা সৃষ্টি।
___________________
#খুকির অভিমান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ভরল ডোবা ভরল পুকুর
নদে এল বান
উঠতে পায়নি ভেলায় খুকি
করছে অভিমান।
বানের জলে নদীর তলে
কুমির না কি ছুটে চলে!
বলছে খুকির মায়,
এসব কিছু জেনেও খুকি
ভেলায় চড়তে চায়।
_________________
#টপ্পা খেয়াল
বর্ষা এলে কন্ঠ ছেড়ে টপ্পা খেয়াল গায়,
কুনো ব্যাঙ খাটের তলে
কোলা ব্যাঙ ডোবার জলে
গেছো ব্যাঙ গাছের ডালে
গাইছে সবাই একই তালে
গানের তালে নাচে না কি,চার পায়ে দাপায়।
টপ্পা খেয়াল শুনতে এলো,খালের যতো মাছ,
বর্ষার জলে খেলা ফেলে
আসল তারা পাখনা মেলে
ব্যাঙের মূর্তি দেখল চেয়ে
ধরতে আসে ক্যামনে ধেয়ে
জীবন ভয়ে ছুটল তারা করতে পেরে আঁচ।
________________
#বর্ষা মানে
আষাঢ় শ্রাবণ টাপুর টুপুর
বৃষ্টি ভেজা অলস দুপুর
বর্ষা মানে বৃষ্টি-
গাঁয়ের পথে হাঁটতে গিয়ে
অদ্ভুতুড়ে সৃষ্টি।
বর্ষা মানেই মেঘলা আকাশ
হঠাৎ করেই দমকা বাতাস
মেঘের চোখে পানি,
বর্ষা মানে বিশাল আকাশ
দূরন্ত অভিমানী।
মেঠো পথে পিচ্ছিল মাটি
বগল দাবা জুতোর পাটি
আঙ্গুল টিপে চলা,
বর্ষা মানে ঘরের দাওয়ায়
গল্প গুজব বলা।
সন্ধ্যে বেলা জোনাক আলো
বর্ষার আকাশ নিকশ কালো
মেঘের চাদর মুড়ে-
বর্ষা মানে আঁধার থেকে
জোসনা অনেক দূরে।
গাঁয়ের বধূর গল্পের আসর
নকশি কাঁথায় সুঁইয়ের আঁচর
দিনতো কাটে বেশ,
বর্ষা মানে আকাশ জুড়ে
মেঘের সমাবেশ।
___________________
#আষাঢ়ে খেলা
বানিয়ে ভেলা
খেলছে খেলা
আষাঢ় মাসের জলে,
খেলছে খেলা
যায় যে বেলা
মেঘের আড়াল হলে।
ধরল দুটি
খলসে পুটি
ছুটল বাড়ির পানে,
মাছ ধরেছে,
বাজ পরেছে
এমন বুঝিই মানে।
বৃষ্টির জলে
খেলেই চলে
হয়না খোকার খেলা,
থামেনা খেলা
যায় যে বেলা
তবুও ভাসায় ভেলা।
______________
কুড়িগ্রাম
আপনার মন্তব্য লিখুন