ছোট শিশু মাকে বলে
থাকব আমি রোজা,
আল্লাহ্ পাক হলে খুশি
কমবে পাপের বোঝা।
ভোর রাতে ডাক দিওমা
সেহ্ররি যখন খাবে,
অজু করে মসজিদ যাব
বাবা যখন যাবে।
নিয়মিতো কুরআন পড়বো
রোজ সকালে উঠে,
আমার কণ্ঠ শুনে,
যেন রবির আলো ফুটে।
বারণ তুমি করোনা মা
আমায় ছোট বলে,
তোমার খোকা চায় চলতে
সত্যে পথের দলে।
সফিপুর,গাজীপুর
আপনার মন্তব্য লিখুন