ছড়া

মাছরাঙা || হামীম রায়হান

সারাদিন থাকে সে-

মগডালে বসে

মাছদের সাথে করে

অংকটা কষে।

লাল,নীল সাত রঙে

রাঙানো সে পাখি,

ভালোবেসে তাকে যে

মাছরাঙা ডাকি।

চুপ করে ডুব দিয়ে

যায় জলে তলিয়ে,

মাছ নিয়ে উঠে আসে

সব বাঁধা গলিয়ে।

রাত নেই, দিন নেই

নেই কোনো তাড়া

মাঝে মাঝে উঁচু স্বরে

দিয়ে যায় সাড়া।

 

পটিয়া, চট্টগ্রাম।