ছড়া

দুষ্ট খোকার দল || রুহুল আমিন রাকিব

আমও পাঁকে জামও পাঁকে

পাঁকে কাঁঠাল ফল,

দাদু বলে হাঁক ছেড়ে রোজ

দুষ্ট খোকার দল?

 

খোকা বলে নাগো দাদু

বাগানে নেই কেউ,

কুকুর গুলো শিয়াল দেখে

করছে যে ঘেউ ঘেউ।

 

দুষ্ট খোকার কথায় দাদু

মাথা ঝাঁকিয়ে চুপ,

বাগানের ফল চুরি করে

মজা করলো খুব।

 

সফিপুর গাজীপুর