রমজান এলো আবার ফিরে
বিশ্ব নিখিল হাসে,
নামাজ,রোজা করবো সবে
গোনাহ্ মাফের আশে।
খারাপ নেশা ছাড়ব সবাই
হালাল খাবার খাবো,
আযান হলে উযু করে
মসজিদ এ’সবাই যাবো।
সাম্যের গীতি গাইবো সবাই
এক কাতারে এসে,
গরীব দুখীর রাখব খবর
ওদের পাশে বসে।
বিলিয়ে দিব খাবার সবাই
পথ শিশুদের মাঝে,
এসো সবাই মন শপে দেই
আল্লাহ পাকের কাজে।
সফিপুর,গাজীপুর
আপনার মন্তব্য লিখুন