ছড়া

ছড়া : একটি দেশ || হামীম রায়হান

রঙ তুলিতে আঁকছে খুকি
সবুজ একটি দেশ,
আঁকছে খুকি ছায়া ঘেরা
সোনার বাংলাদেশ।
আঁকছে পুকুর, সাগর,নদী
আঁকছে কচি ঘাস,
আঁকছে কৃষক,জমির ফসল
পুকুর পাড়ের বাঁশ।
নীল রঙেতে আঁকছে আকাশ
সবুজ রঙের পাতা,
নানা রঙে হচ্ছে আঁকা
যেন নকশি কাঁথা।
আঁকছে কত পাখ-পাখালি
ময়না, শ্যামা, টিয়ে,
কত রঙে আঁকছে ছবি
সোনার তুলি দিয়ে।

পটিয়া,চিটাগাং