ছড়া

ছেলেকে হারিয়ে || শরীফ সাথী

সবুজ বুকে হাত বাড়ানো অশ্রু সজল চোখে,
দাঁড়িয়ে মা মলিন মুখে কাতর ছেলের শোকে।
ভাষার দাবির মিছিল নিয়ে রাজ পথেতে ছেলে,
মা ডাক বলবে বাংলা ভাষায় মিষ্টি হেসে খেলে।

এলো শেষে রক্ত বুকে নিথর দেহ খানি,
প্ল্যাকার্ড হাতে মিষ্টি মুখে বাংলা কথার বাণী।
রাষ্ট্র ভাষা বাংলা ভাষা আমার কাছে দামি,
বলবো কথা কিসের বাঁধা মায়ের কথায় আমি।

ভাষার জন্য জীবন দেওয়া সেই ছেলেকে হারিয়ে,
পাগলীনি মা যে আমার সবুজ বুকে দাঁড়িয়ে;
ছেলের আশায় আজো চেয়ে আছে দু’হাত বাড়িয়ে

গীতিকার : বাংলাদেশ বেতার। বসবাস: সাহিত্য সদন (৩য় তলা) কোমরপুর, কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা -৭২২১। বাংলাদেশ। মোবা: ০১৭২৪৯৪৮২৫৯।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment